-->

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Information

For any information visit my website : https://bdblogblog.wordpress.com/

Translate

Followers

Popular Posts

Friday 16 September 2016

চাকরি পেতে যে ব্যাপারগুলো মেনে চলতে হবে

"বেকার" । শব্দটা এখন আর কারও কাছে অপরিচিত নয়। আসলে লেখাপড়া শেষ করে যখন কেউ চাকরি না পেয়ে ঘরে বসে থাকে তাকেই সোজা বাংলায় বেকার বলে। উন্নত দেশগুলোর দিকে দেখা যাক । তাদের দেশের এই উন্নতির কারণটা কি ? তারা সবাই ভাল ভাল জব করছে আর বড় বড় Business করছে এটাই কি তার কারন?তাদের দেশে বেকারত্ব না থাকাটাই এর প্রধান কারন ।

আসলে বেকারত্বটা কখনও কোন দেশ সৃষ্টি করেনা । এটা তৈরি হয় নিজের ভাবনা থেকে । প্রশ্ন জাগতে পারে "নিজের ভাবনা থেকে আবার কীভাবে বেকার হয়" ! শুনুন আমাদের দেশে আমরা সবাই
লেখাপড়া শেষ করে একটা ভাল চাকরির আশা করি । কিন্তু যখন আর চাকরিটা না পাই তখন আর আমাদের দ্বারা কোন কাজে আসেনা । কারন ওই ছোটবেলা থেকে তো একটা স্বপ্ন নিয়েই মানুষ হয়েছি ।
কেউ স্বপ্ন দেখত ডাক্তার হবে,কেউ বা  ইঞ্জিনিয়ার । তাই সেই স্বপ্ন পুরনের লক্ষে ,পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের আর যুগের সাথে তাল মিলিয়ে আরও কত কিছুর যে শেখার আছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তা আমরা ভুলেই যায় । দেখবেন এই লাইনটা পরেই অনেকের মনে পরেছে আসলেইতো কত কিছু শেখার আছে !
                                               
                                                           

আবার ধরা যাক আপনি যেখানে চাকরির ইন্টার্ভিউ দিতে গেলেন সেখানে আপনার থেকে  grade or result দিক থেকে অনেক ভাল বেক্তি  আছেন ।এখন তাদের রেখে আপনাকে সেই কোম্পানি কেন চাকরিটা দিবে? Very simple যখন  কোম্পানিটা দেখবে  আপনার "Extraordinary" আছে ।

বর্তমান  যুগে  আপনি এমন অনেককেই পাবেন যারা অনেক উচ্চশিক্ষিত ,সরকারি চাকুরীজীবী ,ভাল পজিশন । কিন্তু দেখবেন নিজে একটা মোবাইল দিয়ে কাউকে ম্যাসেজ পাঠাতে পারেনা । তাদের মধ্যে আবার অনেকেই নরমাল মোবাইল  ব্যাবহার করেন কারন  "Android" ব্যাবহার করাটা একটু কঠিন । এটা নিয়ে একটা মজার গল্প মনে পরে গেল -
আমাদের ভার্সিটির এক স্যার ছিলেন নাম "গৌরাঙ্গ" ।প্রথম প্রথম দিকে তিনি বলেছিলেন  তার মোবাইল ব্যাবহার করতে একটু ও ভাল লাগেনা । মানে এক কথায় মোবাইলের ব্যাপারে তিনি ছিলেন  একরোখা । তাতেই বলে বাধ্য হয়ে ব্যাবহার করছেন এই বাটন আলা নোকিয়া মোবাইল । মাস ৬ পর দেখা গেল তার হাঁতে Android . তার মানে তিনিও বেশিদিন চলতে পারেনি যুগের সাথে তাল না মিলিয়ে ।
তাই নিজেকে প্রতিষ্ঠিত করার আর নিজের উপর নিজের আস্থা সৃষ্টির জন্য চাই Extraordinary  ।
লেখাপড়া করছেন ভাল কথা,পাশাপাশি "Graphic Design" , SEO , T-Shirt design " এগুলা তো ঘড়ে বসেই শিখা যায় "Youtube" ব্যাবহার করে । আর যদি আপনি এগুলা শিখতে পারেন তাহলে
Freelancing,Fiver,Graphicsriver.net etc সাইটগুলো থেকে আপনি ভাল ইনকাম করতে পারেন ।

পরিশেষে একটা কথা বলতে চাই, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকে এমন কিছু করার বা কিছু শেখার চেষ্টা করি । যাতে ২৬ বা ২৭ বছর বয়সে চাকরিটা না পেয়ে তখন আপসোস না করি , যে "আমি লেখাপড়া ছাড়া আর কি পারি"?
..................................................।।ধন্যবাদ.......................................

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post

Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now

 Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now 😎😍 Keto Bullet Coffee is a drink for weight loss. Have you ever heard ...

 

Delivered by FeedBurner