বাড়িটা হচ্ছে উত্তরার ১০ নাম্বার সেক্টরের ১৩ নাম্বার রোডে ৩৪ নাম্বার বাসা। হয়ত এই বাসার কাহিনি কেউ জানেনা । গত ডিসেম্বর মাসের কোন এক এপিসোডে ভুত এফেএম এই বাড়িটির “Paranormal Activity” সম্বন্ধে আলোচনা করেন এক বালক ।
প্রায় প্রত্যেক রাতেই ঘটনা ঘটে এখানে,তাছাড়া এই বাসায় কেও বেশিদিন থাকতে পারে না আর যারা থেকেছে তারা কিছু না কিছু সমস্যায় পরেছে এমনটাই দেখে আসছেন ইস্থানিয়রা। আপনি একটু ভালভাবে খেয়াল করলে দেখবেন পুরো বাড়িটা একদম খালি আর এর চাইতে ভাল অভিজ্ঞতা নিতে চাইলে অন্তত একটি রাত এই বাড়িটির ছাদে অথবা কোন বন্ধ রুমে কাটাতে পারেন।

ওই দালানটিতে থাকা এক ভাড়াটিয়ার সাথে কথা বলে জানা যায় বাড়িটির উত্তর পাশে কোণার রুম টি থেকেই নাকি প্রতি রাতে শোনা যায় কান্নার আওয়াজ । এছাড়া কারও কারও দাবি মাঝেমাঝেই অনেকেই গভীর রাতে সিঁড়ি বেয়ে সাদা পোশাক পরিহিত এক নারীকে চলতে দেখেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখন এই বাড়িটি নিয়ে গবেষণা চালাচ্ছে । এই ব্যাপারে বাড়িটির মালিকের সাথে কথা বললে তিনি জানান, ২০১৩ সালের ডিসেম্বর মাসে 3b তে ৩জন পুরুষ একজন নারীকে ধর্ষণ করে জীবিত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে হত্যা করে তারপর হতেই এই সমস্যার প্রবনতা বারতেই থাকে ।