-->

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Information

For any information visit my website : https://bdblogblog.wordpress.com/

Translate

Followers

Popular Posts

Thursday 13 April 2017

ইংরেজিতে ভাল করার সবচেয়ে সহজ উপায়

সেই ছোট বেলা থেকেই আপনি ইংরেজিতে দুর্বল । পরীক্ষার আগের দিনে রাতে বসে বসে ভাবেন কালকে কিভাবে পাশ করবেন।তারপর না পেরে ৩-৪ টা রচনা ঝালাইয়া মুখস্ত করে যান । কমন পরলে মুখে ফুটে হাসি না পরলে বাঁশ । আবার আপনার বঁধুরা ইংরেজিতে অনেক ভাল,অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে আর আপনি হা করে চেয়ে থাকেন ইংরেজি পারেননা  বলে। তাদের জন্যয় আজকের এই টিউটোরিয়াল.
অনেকেই বলে ইংরেজি মুভি,ইংরেজি পত্রিকা ,নিউস এগুলা নিয়মিত  দেখলেই নাকি ইংরেজিতে দক্ষতা অর্জন করা যায় ।আমার পরামর্শ থাকবে ওদের কথায় কান দিবেন তো মরবেন । যদি আপনার ইংরেজি গ্রামার ভাল করে না জানা থাকে আপনি সারাদিন ইংলিশ মুভি দেখে কিছুই বুজবেন্না । আর যদি  দেখে কথা বুঝেনও, কোথায় কোন Verb change হল , কোথায়  Passive করা  হল কিছুই বুজবেন্না গ্রামার না জানলে । তাই সবার আগে আপনাকে গ্রামার জানা অত্যন্ত জরুরি । আপনার এত Deeply গ্রামার জানার দরকার নাই । Just Tense , Right Forms Of Verb , Preposition এই তিনটা জিনিষ একেবারে ভাল মত শিখেন । যাতে ঘুমাতে ঘুমাতেও মনে পরে । এই জিনিষ গুলা শিখা হয়ে গেলে  আপনার মোবাইল প্লে স্টোর থেকে “English Grammer Test” এই apps টা নামিয়ে নিবেন । এটি আপনি এতদিন যে গ্রামার শিখলেন সেটা ঝালায় করতে সাহায্য করে । এবং এতে করে আপনার skill বারবে ।

ইংরেজিতে ভাল করার সবচেয়ে সহজ উপায়

এবার আপনি ইংরেজি মুভি দেখা শুরু করুন পাশাপাশি ইংরেজি পত্রিকা পড়া ।  অবশ্যই মুভি দেখার সময় আপনার VLC Player এর  subtitle on করে নিবেন । এখন আপনি একটা খাতা নিন ঐখানে মুভিতে যে word এর মিনিং জানেন্না সেটা লিখে ফেলুন এবং সাথে সাথেই Google যেয়ে English To Bangla Dictionary  এই লিঙ্ক গিয়ে জানতে পারেন । মুভির চলার সাথে সাথে Word Meanings গুলো তৎক্ষণাৎ জানার কারনে আপনার  মাথায় এই word টা বিঁধে যাবে । এভাবে পত্রিকার ক্ষেত্রেও করুন ।এভাবে প্রত্যেকদিন মুভি দেখা শেষে  WORD  গুলো নিয়ে একটু খেলুন ,Word এর  Meanings গুলো দিয়ে নিজের জিবনের বা অন্য কোন  related কিছুর সাথে মিলাতে চেষ্টা করুন এতে মনে থাকবে। দরকার হলে  Meanings  বুঝে ঠাটায়া মুখস্ত করেন। ১ মাসের মধ্যেই  আপনি  অনেক না জানা word নিজের কব্জায় আনতে পারবেন  ।
এরপর নিয়মিত খাতায় ইংরিজেতে আপনার সারাদিন আজকে কি করেছেন তা প্রত্যেকদিনেরটা প্রতিদিন লেখেন। পাশে গ্রামার বইটা নিয়ে বসবেন। সম্ভব হলে লিখে বড় ভাই বা বোনকে দেখিয়ে ভুল গুল যেনে নিবেন । জানলে অবাক হবেন আমি আমার ছোট বোনের কাছে প্রায় HELP নিতাম এখন ও মাঝে মাঝে নেই । কারন ও ইংরেজিতে আমার চেয়  সে অনেক ভাল । মনে রাখবেন শিখার বেলায় ছোট বড় কখনও হিসাব করতে যাবেননা । তাহলে অনেক কিছু জিবনে অজানা থেকে যাবে ।
এবার আপনার সাহসের পাল্লাটা  ভারি করতে হবে যাতে করে আপনি যে কোন যায়গায়, যে কোন কারও কাছে ইংরিজেতে কোন কিছু লিখে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন । এর জন্য আপনি এখন থেকে নিয়মিত ফেসবুকে ইংরেজিতে পোস্ট দেয়া শুরু করুন বিভিন্ন বিষয়ের উপরে । ভুল হলে বঁধুরা বা অন্য কেউ মন্তব্য করতে পারে এই ভেবে বিচলিত হবেন্না । মনে রাখবেন আপনার ভুল আজ যে ধরিয়ে দিল আপনি তার কাছে কোনটা ঠিক যেনে নিয়ে ভবিষ্যতে আপনি তার চেয় বড় গুরু হবেন ।
ছোট খাট grammatical ভুল গুলো এড়ানোর জন্য একটা খুবি উপকারি সফটওয়্যার রয়েছে। জানতে ভিডিও টি এখান থেকে দেখুন
এভাবেই কোন এক নতুন সকাল আপনার জন্য হতে পারে । সব শেষে একটা উক্তি দিয়ে শেষ করব ।
” চাইলেই হয়”
“চাইতে হয় ”
— ধন্যবাদ—-
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post

Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now

 Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now 😎😍 Keto Bullet Coffee is a drink for weight loss. Have you ever heard ...

 

Delivered by FeedBurner