বর্তমান যুগ অনলাইনের যুগ। আর এই অনলাইন যুগকে সামনে রেখে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তাদের আগমন ঘটছে দেশের অনলাইন ব্যবসায়। এদের মধ্যে অনেকেই যেমন নতুন নতুন কৌশল, সততা ও ধৈর্যের পথ অবলম্বন করে সফল হয়েছেন, ঠিক তেমনি বাজে কৌশল, ব্যবসায় অসৎ উপায় অবলম্বন আর অধৈর্যের কারনে অনেকেই অনলাইন ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করার আগেই ঝরে যায়। তাই অনলাইন ব্যবসায় নিম্নের ভুলগুলো এড়িয়ে চলা উচিত ।
১। সঠিক প্লান না থাকাঃ অনেকেই অনলাইনে ব্যবসা করার জন্য কোন ধরনের সংগঠিত প্লান ঠিক না করেই, অনলাইনের ব্যবসায় নেমে যায়, যার কারনে বেশী দূর আগানো সম্ভব হয়না। এক্ষেত্রে অনেকেই অনলাইনে ব্যবসা মানেই , ফেসবুকে একটা পেইজ খুলাকেই সব কিছু মনে করে থাকেন। কিন্তু ব্যবসাকে সচল রাখার জন্য সঠিক পরিকল্পনা বা কৌশল না থাকার কারনে কিছুদিন পরেই সেই পেইজে আর নতুন কোন কার্যক্রমও চোখে পরে না। এভাবেই অনলাইন ব্যবসায় বেশিদুর এগিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠেনা ।
অনলাইন ব্যবসায় ৩টি বড় ভুল – Sheba Binimoy

২। নিজেকে বেশী পরিচিত করা ঃ আপনি যদি বড় বড় অনলাইন ব্যবসার CEO দের কথা চিন্তা করেন, তবে তাদের অনলাইনের ব্যবসায়টি অতি দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে যে বিষয়টি সবচেয়ে বড় ভুমিকা পালন করে তা হল নিজেকে নিজের ব্যবসার চেয়েও অধিক বেশী পরিচিত করার চেষ্টা না করা। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে, অনলাইন ব্যবসার নতুন নতুন উদ্যোক্তারা নিজেদের নিয়েই যেন বেশী ব্যস্ত থকেন। তারা ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানুন বিস্তারিত