-->

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Information

For any information visit my website : https://bdblogblog.wordpress.com/

Translate

Followers

Popular Posts

Thursday, 13 April 2017

কুকুরগুলোকে শীতের রাতে আশ্রয় দিল এক টোকাই

“মানবতা”,কথাটা আজ প্রায় হারিয়ে গেছে । পথে ঘাঁটে মানুষ বিপদে পরছে,অথছ আমরা দেখেও না দেখার মিছে অভিনয় করে পাঁশ কাটিয়ে যাই ।আর যেখানে মানবাতার সেবা নেই , সেখানে পশুপাখি তো দুরের কথা। কিন্তু সবাই কি আর এক হয় ! এখনও পৃথিবীতে ভাল মানুষের অবস্থান আছে বলেই পৃথিবীটা গদ্যময় ।
সেই পৃথিবীকে নতুন্রুপে সাজাতে এল শীত । আর রাস্তার ধারে কোন রকম গা গুঁজিয়ে যারা রাত কাটায় তাদের কাছে তো বটেই তা বিভীষিকাময় । শুধু মাত্র তাদের পক্ষেই বুঝা সম্ভব কতটা কষ্টকর শীতের রাতটা পার করা।
এমনি  আজ সোমবার সকালে  রাজধানীর ধানমণ্ডিতে চোখে পড়ল এমন একজনকে যে কাথা মুড়ি দিয়ে শুয়ে আছে,সাথে তার বিছানায় কুকুরগুলোকেও  ঠাই দিয়েছে । মানুষের মত তাদের ও কষ্ট হয় এটা হয়ত লোকটি ঠাহর করতে পেরেছে ।
                                        Photo Credit : Aminul Islam
আজ মনবতা হারানোর পথে । আমরা রেস্টুরেন্ট ওয়েটারকে ৫০ টাকা বকশিস দিতে রাজি আছি কিন্তু যে বেচারা রিকশাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে গন্তব্যে পোঁছাল তাঁকে আমি ৫ টাকা বেশি দিতেও রাজিনা,উল্টা ৫ টাকা বেশি চাওয়ার দাবিতে মাইর দিতেও  দ্বিধাবোধ করিনা ।  এটাই আজ হয়েছে মানবতার ধর্ম ।
কাজের বুয়াটা তার মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছে , একদিন কাজে আস্তে পারেনি বলে তাঁকে আর কাজে রাখা হবেনা । এটাই মানবতার ধর্ম 

Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now

 Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now 😎😍 Keto Bullet Coffee is a drink for weight loss. Have you ever heard ...

 

Delivered by FeedBurner