-->

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Information

For any information visit my website : https://bdblogblog.wordpress.com/

Translate

Followers

Popular Posts

Monday, 11 February 2019

জানুন বিখ্যাত সব কোম্পানির লোগোর পিছনের গল্প l HOPE BD

চোখের সামনে দেখছি সারাক্ষন কত কোম্পানির লোগো । কিন্তু কখনও কি ভেবে দেখিছি প্রত্যেক কোম্পানির লোগোর পিছনে একটা গল্প থাকে ! আজ কিছু বিখ্যাত কোম্পানির কয়েকটা লোগোর পিছনের গল্পটাই বলব । 
১। মাস্টার কার্ডের লোগোটি দেখবেন লাল এবং কমলা বৃত্তের সংমিশ্রণে গঠিত। প্রতিষ্ঠানটির মতে লাল রঙ সাহস, আবেগ এবং আনন্দের বহিঃপ্রকাশ । অন্যদিকে কমলা রঙ উন্নতি অথবা সমৃদ্ধির বহিঃপ্রকাশ।তাই মাস্টারকার্ড বিশ্বাস করে যে এই বৈশিষ্ট্যগুলো একজন ব্যক্তির ধনী হবার জন্য আবশ্যক। 

                                                         
.২। সাবওয়ের লোগোটার প্রথম এবং শেষ অক্ষরটা খুব ভালভাবে লক্ষ্য করুন । এটি মুলত সাবওয়ের মধ্যে দিয়ে ঢুকে নিজের পছন্দমত সব মজাদার ফাস্টফুড খেতে খেতে বের হয়ে যাওয়া বুঝিয়েছে । পাশাপাশি “সাবওয়ে লেখাটার বর্ডার দেওয়া হয়েছে সবুজ রঙ দিয়ে যা নির্দেশ করে যে কোম্পানিটি স্বাস্থ্যসম্মত এবং ভাল মানের খাবার সরবরাহ করে থাকে।

৩। মজিলা ফায়ারফক্স নাম শুনলেই মনে হয় শেয়াল নিয়ে নিশ্চয় এর পিছনে গল্প আছে। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভুল। যেটা একটা চাইনিস নামের ইংরেজি অনুবাদ এবং যেখানে ফায়ারফক্স হচ্ছে এক ধরনের লাল ভাল্লুক যেটা বিলুপ্ত প্রায় । ২০১০ সালে কোম্পানিটি সেই বিলুপ্ত লাল ভাল্লুকটি অনেক প্রচেষ্টার পরে সংগ্রহ করতে সক্ষম হয় এবং কোম্পানিটি বিশ্বাস করত এই বিলুপ্ত মূল্যবান লাল ভাল্লুকটির মতই মজিলা ফায়ারফক্স পৃথিবীর মানুষের কাছে অধিক মূল্যবান হবে এবং সেখান থেকেই সৃষ্টি এর নাম এবং লোগো ।


৪। আডিডাস কোম্পানিটি ৩ বার তাদের লোগো পরিবর্তন করলেও তাদের পিছনের উদ্দেশ্য ছিল এক। লোগোর উপর ৩টা ধাপ লক্ষ্য করবেন যা ক্রমেই উঁচুতে উটছে। যার মানে হচ্ছে প্রত্যেক স্পোর্টসম্যানকে ধাপে ধাপে সব ধরনের চ্যালেঞ্জ অতক্রম করেই জয়ের লক্ষে পৌছাতে হবে।


৫। Learning Incubator। আপনি যদি এদের লোগোটা লক্ষ্য করেন তাহলে দেখবেন উপরে একটি বাল্প জ্বলছে । মুলত এর উদ্দেশ্য হচ্ছে একটি ইনকুউবেটরে যেভাবে মুরগির ডিম ফুটে বাচ্চা এবং তা পর্যাপ্ত তাপের মধ্যে দিয়ে পরিচর্যার মাধ্যমে তাদের সুস্থ- সবল্ভাবে বড় করা হয় ঠিক তেমনি লার্নিং ইনকুউবেটরে ছাত্রদের তাদের প্রফেশনাল জীবনে টিকে থাকা এবং নিজেকে প্রমাণ করার জন্য যে টেকনিক্যাল এবং পরিচালনাগত দক্ষতা প্রয়োজন সেগুলো শেখানো হয় যেগুলো তারা মুলত স্কুল , কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পায় না।

৬। অ্যামাজন কোম্পানির লোগোতে লক্ষ্য করবেন a থেকে z পর্যন্ত একটা বাঁকানো sign এদের এক করছে যার মানে হচ্ছে কোম্পানিটি সব ধরনের পণ্য ক্রেতাদের অফার করছে।
                                                                                                                  Writen By : Aminul Islam
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post

Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now

 Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now 😎😍 Keto Bullet Coffee is a drink for weight loss. Have you ever heard ...

 

Delivered by FeedBurner