-->

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Information

For any information visit my website : https://bdblogblog.wordpress.com/

Translate

Followers

Popular Posts

Wednesday, 24 August 2016

ধানমণ্ডিতে এক পথশিশুর বাস্তবতা

এটা ছিল এক বৃষ্টিময় সকাল ।  এক ১২ কি ১১ বছরের ছেলে তার দাদির সাথে ধানমণ্ডির
 এক ডাস্টবিনের পাশেয় থাকত । বাড়ি বলতে তাদের এক পলিথিনের ছাউনি ।
 একদিন প্রচণ্ড জ্যামে  বাসের মধ্যে বসে আছি । হটাৎ চোখ পড়ল জানালা দিয়ে
 পথের ধারে বসে থাকা শিশুটির উপর ।
                                               

খালিগায়ে শিশুটি কোথা থেকে এক লাল  রঙের শার্ট পেয়েছে ।
 কিন্তু সমস্যা হচ্ছে শার্টটি কিঞ্চিৎ ছেঁড়া । দেখিলাম বুড় এক মহিলা সেটা তাঁকে সেলায় করে দিচ্ছে ।
 খবর নিয়ে জানতে পারলাম আজ তার জন্মদিন । নতুন কাপড় কিনার সামর্থ্য নেই তাদের ।
তবুও অন্য ১০ টা ছেলের মত সেও বায়না ধরেছে নতুন কাপড় পরবে বলে।
 আর সেই সুবাদে তার দাদি যে বাসায় কাজ করে সেখান থেকেয় পুরান এক শার্ট যোগার করা । 
ততখনে শিশুটির মুখেও হাশি ফুটেছে গায়ে  সেলায় করা জামা টা দিয়ে ।
তারি কিছুদিন পরের কথা । দেখলাম আমানের (শিশুটি) হাতে রেজাল্ট কার্ড । 
আজি সে পেয়েছে তার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি থেকে । দৌড়িয়ে এসে সে তার 
দাদিকে তা দেখাল । দূর থেকে লক্ষ্য করিলাম এবার দাদির মুখে কিসের যেন হাশি ফুটেছে ।
 বুজতে ভুল হল না এজে অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত কোন কিছু অর্জনের হাসি । 
আমান পরিক্ষায় প্রথম হয়েছে । তার এই অর্জন আর বুড় দাদীর বাসায় কাজের
 বুয়া কাজ করে অর্থ আয়ের সমস্ত দুঃখ ভুলিয়েছে । সেও সপ্ন দেখে আমিন একদিন
 অনেক বড় হবে।সমাজের সামনে তারাও মাথা উঁচু করে দারাবে সেদিন ...
NEXT ARTICLE Blog
PREVIOUS ARTICLE New Story
NEXT ARTICLE Blog
PREVIOUS ARTICLE New Story

Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now

 Get Free Keto Bullet Coffee For Weight Loss in USA l Get it Now 😎😍 Keto Bullet Coffee is a drink for weight loss. Have you ever heard ...

 

Delivered by FeedBurner